বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং ভারতের আনন্দবাজার অনলাইনের ঢাকায় সেনা অভ্যুত্থান সংক্রান্ত প্রতিবেদনকে মিথ্যা, বানোয়াট এবং তথ্য যুদ্ধের অংশ বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা অভিযোগ করেছে যে ভারতীয় মিডিয়া শেখ হাসিনার সরকারের সমর্থন ও জনগণের স্বাধীনতা সংগ্রামকে দুর্বল করতে হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করছে। ওই প্রতিবেদনটি পরবর্তীতে আনন্দবাজার কর্তৃক মুছে ফেলা হয়।