সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজ আয়োজিত শোকসভা আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই শোকসভায় উপস্থিত থাকবেন। আয়োজকরা জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং খালেদা জিয়ার প্রতি জাতীয় পর্যায়ের মানবিক শ্রদ্ধা নিবেদনের একটি উদ্যোগ। অংশগ্রহণকারীদের আমন্ত্রণপত্র সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে।
শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন এবং প্রধান উদ্যোক্তা হিসেবে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত জানানো হয়। সেখানে জানানো হয়, কোনো রাজনৈতিক বক্তব্য থাকবে না; বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরা বক্তব্য রাখবেন।
আয়োজকেরা জানিয়েছেন, শোকসভার গাম্ভীর্য রক্ষায় সেলফি তোলা, হাততালি দেওয়া বা দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ থাকবে। অতিথিদের সাদা-কালো পোশাক পরিধান করতে বলা হয়েছে এবং আমন্ত্রণপত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। নির্ধারিত গেট ও পার্কিং ব্যবস্থাও ঘোষণা করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় যোগ দিলেন তারেক রহমান