মালয়েশিয়ার সেলাঙ্গরের বাতু কেভস এলাকায় প্রায় ১৬ বছর ধরে নির্যাতন ও শোষণের শিকার এক ইন্দোনেশীয় গৃহকর্মীকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ৫৬ বছর বয়সী ওই নারী বৈধ নথি ছাড়া কাজ করতেন এবং প্রতিশ্রুত বেতন না পেয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের মধ্যে দিন কাটাতেন। উদ্ধার অভিযানের সময় তিনি নিয়োগকর্তার ভয়ে একটি গাড়ির নিচে লুকিয়ে ছিলেন। সোমবার (২৪ নভেম্বর) পরিচালিত অভিযানে এক ৫১ বছর বয়সী স্থানীয় পুরুষকে গ্রেফতার করা হয়েছে, যিনি স্বীকার করেছেন যে ওই নারী তার আত্মীয়ের মাধ্যমে তার বাড়িতে কাজ করতেন। ঘটনাটি বর্তমানে মানবপাচারবিরোধী আইন ATIPSOM Act 670-এর আওতায় তদন্তাধীন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জনগণকে বিদেশি শ্রমিক বা গৃহকর্মীদের শোষণ সংক্রান্ত তথ্য জানাতে আহ্বান জানিয়েছে।
মালয়েশিয়ায় ১৬ বছর নির্যাতনের পর ইন্দোনেশীয় গৃহকর্মীকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ