ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানবিরোধী কার্যকলাপে জড়িত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির মাত্রা নির্ধারণে সাত সদস্যের রিভিউ কমিটি গঠন করেছে। ২৩ নভেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি নতুন অভিযোগও গ্রহণ করতে পারবে এবং ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হককে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে ইবির বিভিন্ন বিভাগের ছয়জন অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক রয়েছেন। এর আগে প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতে ৩০ জন শিক্ষক-কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও ৩৩ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার বা সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কমিটি এসব শাস্তি পর্যালোচনা ও চূড়ান্ত করবে বলে জানানো হয়েছে।
গণঅভ্যুত্থানবিরোধী শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি নির্ধারণে ইবিতে রিভিউ কমিটি গঠন