জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি রাষ্ট্রকে সত্যিকার অর্থে কল্যাণকর ও কার্যকর করতে হলে জাতিকে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জাতির মধ্যে অনৈক্য থাকলে সেই জাতি কখনো বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।
তিনি আরও বলেন, চিন্তার ভিন্নতা থাকতে পারে, তবে তা যেন তিক্ত মতবিরোধে রূপ না নেয়। ডা. শফিকুর রহমান আহ্বান জানান, হিংসা ও বিভেদ পেছনে ফেলে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। তিনি আল্লাহর সাহায্য কামনা করেন এই লক্ষ্য অর্জনের জন্য।
তার এই আহ্বান জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঐক্য, ন্যায় ও নৈতিকতার ভিত্তিতে সমাজ গঠনের গুরুত্বকে তুলে ধরে।
ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে ঐক্যের আহ্বান জামায়াত আমিরের