Web Analytics

কিয়েভ ও মস্কোর মধ্যে যুদ্ধবিরতির পর ইউক্রেনে সেনা পাঠাতে সম্মত হয়েছে ব্রিটেন ও ফ্রান্স। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গঠিত ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আয়োজিত ‘কোলিশন অব দ্য উইলিং’ সম্মেলনের পর এই ঘোষণা আসে। প্যারিসে অনুষ্ঠিত ওই বৈঠকে ২৭টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত ছিলেন। ঘোষণাপত্রে ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাক্ষর করেন।

স্টারমার জানান, যুদ্ধবিরতির পর ইউক্রেনজুড়ে সামরিক ঘাঁটি স্থাপন করবে ব্রিটেন ও ফ্রান্স, তবে রাশিয়া পুনরায় আক্রমণ করলে তাদের বাহিনী সরাসরি সংঘাতে জড়াবে না। ম্যাক্রোঁ বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি বহুজাতিক ইউরোপীয় বাহিনী এবং ইউরোপীয় অংশগ্রহণে যুদ্ধবিরতি পর্যবেক্ষণব্যবস্থা গঠন করা হবে। ইতালি ও পোল্যান্ড সেনা পাঠাতে অস্বীকৃতি জানালেও জার্মানি একটি বাহিনীতে অবদান রাখার ইঙ্গিত দিয়েছে।

তবে মস্কো এই পরিকল্পনায় সম্মত হবে কি না, তা এখনও অনিশ্চিত।

08 Jan 26 1NOJOR.COM

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় যুদ্ধবিরতির পর ইউক্রেনে সেনা পাঠাবে ব্রিটেন ও ফ্রান্স

Person of Interest

logo
No data found yet!