নোয়াখালীর সুবর্ণচরে বিধবা এক নারীকে রাতে বাড়ির বাইরে নিয়ে দুই প্রতিবেশী সিরাজ উদ্দিন ও ওসমান পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। রোববার চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে প্রধান আসামি সিরাজ (২৬) কে র্যাব গ্রেপ্তার করে। তিনি জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেন। স্বামী মারা যাওয়ার পর সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকা ওই নারী বিষয়টি তার মাকে জানান। পরে পুলিশ সিরাজকে চরজব্বর থানায় হস্তান্তর করে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
সুবর্ণচরে বিধবা নারী গণধর্ষণের শিকার, চট্টগ্রাম থেকে প্রধান আসামি সিরাজ গ্রেপ্তার