Web Analytics

মৌলভীবাজারের নবনিযুক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, আসন্ন জাতীয় ও গণভোট নির্বাচন বাংলাদেশের আগামী একশত বছরের পথ নির্ধারণ করবে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, এই নির্বাচনকে তিনি ‘শতবর্ষের নির্বাচন’ হিসেবে দেখছেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জেলা প্রশাসকের ভূমিকা ফুটবল দলের অধিনায়কের সঙ্গে তুলনা করে বলেন, প্রশাসনের প্রতিটি দপ্তর জনগণের সেবায় সমন্বিতভাবে কাজ করবে। জেলা প্রশাসন জনগণের প্রতিষ্ঠান হিসেবে সততা, যোগ্যতা ও ন্যায়ের ভিত্তিতে কাজ করবে বলে তিনি আশ্বাস দেন। পাভেল জানান, জেলায় ইতোমধ্যে নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে, যার মধ্যে সদর হাসপাতাল সম্প্রসারণ অন্যতম। মাদক নির্মূল, সুশাসন ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

24 Nov 25 1NOJOR.COM

মৌলভীবাজার ডিসি শতবর্ষের নির্বাচন উল্লেখ করে সুষ্ঠু ভোট ও স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকার করেন

Person of Interest

logo
No data found yet!