তীব্র তুষারপাত ও বরফঝড়ে ইউরোপজুড়ে ভ্রমণে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে, এতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনায় পাঁচজন এবং বসনিয়ার রাজধানী সারায়েভোতে এক নারী নিহত হয়েছেন। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ল্যান্ডেস এলাকায় দুটি পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, আর প্যারিস অঞ্চলে আরও দুটি দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন।
তীব্র আবহাওয়ার কারণে ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। প্যারিস ও আমস্টারডামের বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। বুধবার আমস্টারডামের শিফোল বিমানবন্দরে ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে, প্যারিসের রইসি-চার্লস ডি গল বিমানবন্দরে প্রায় ৪০ শতাংশ ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ছিল এবং অরলি বিমানবন্দরে বাতিল হয়েছে প্রায় এক-চতুর্থাংশ ফ্লাইট।
ফরাসি পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারোট আরও তুষারপাতের আশঙ্কা জানিয়ে জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে ও সম্ভব হলে বাড়ি থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। জাতীয় আবহাওয়া সংস্থা ৩৮টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে এবং পরিস্থিতি বুধবারও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তুষারঝড়ে ইউরোপে ছয়জন নিহত, শত শত ফ্লাইট বাতিল