বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে আমার ছেলে। তার হত্যাকাণ্ডের ছয় বছর পেরিয়ে গেলেও পূর্ণ বিচার এখনো হয়নি। জামায়াতের সমাবেশে তিনি জানান, তার অপরাধ ছিল দেশের পক্ষে কথা বলা। আবরার ভারতীয় আগ্রাসন ও অসম চুক্তির সমালোচনায় স্ট্যাটাস দিয়েছিলেন। বরকত উল্লাহ বলেন, আজো হলে র্যাগিং হয়, কিন্তু এসব বন্ধে রাষ্ট্র নিরব। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে র্যাগিংয়ে নিহতদের তালিকা তৈরির আহ্বান জানান এবং ন্যায়বিচারের জন্য দেশের বিবেকবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে আমার ছেলে। তার হত্যাকাণ্ডের ছয় বছর পেরিয়ে গেলেও পূর্ণ বিচার এখনো হয়নি: শহীদ আবরার ফাহাদের বাবা