বাংলাদেশে সরাসরি কার্যক্রম শুরু করেছে টয়োটা, নতুন নামে ‘টয়োটা বাংলাদেশ লিমিটেড’। এর মাধ্যমে দেশের অটোমোবাইল খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রতিষ্ঠানটি ঢাকার তেজগাঁওয়ে তাদের প্রথম এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে, যা টয়োটার নতুন বিতরণ ও সেবা কাঠামোর সূচনা নির্দেশ করে।
টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমমিত সিং বলেন, বৈশ্বিক ভিশন ‘বি দ্য রাইট ওয়ান’ অনুসরণ করে প্রতিষ্ঠানটি বাংলাদেশের গাড়িপ্রেমীদের পরিবর্তনশীল চাহিদা পূরণে কাজ করবে। তিনি জানান, আধুনিক ফিচার ও অত্যাধুনিক সুবিধা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে দলগত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিশ্লেষকদের মতে, টয়োটার এই সরাসরি উপস্থিতি ব্র্যান্ডের বাজার অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং বিক্রয়োত্তর সেবার মান উন্নত করবে। প্রতিষ্ঠানটি শিগগিরই আরও নতুন ঘোষণা দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।