জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংস্কার কার্যভার ভবিষ্যৎ সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, সংস্কারের ম্যান্ডেট সরকারের হাতেই রয়েছে এবং কমিশনে বসা রাজনৈতিক প্রতিনিধিদেরই সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে। তিনি জুলাই সনদকে নিছক দলিল হিসেবে দেখার প্রবণতার বিরোধিতা করে বলেন, মৌলিক রাজনৈতিক কাঠামো বাস্তবায়নে সংসদের ওপর নির্ভর না করে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংস্কার কার্যভার ভবিষ্যৎ সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে, সংস্কারের ‘ম্যান্ডেট’ এ সরকারের হাতেই রয়েছে: আখতার হোসেন