রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা চাঁদাবাজির প্রতিবাদ করতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। মাহবুব আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের একটি কক্ষে আটকে রেখে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এবং মোবাইল ফোন, মানিব্যাগ ছিনিয়ে নেয়। এতে অন্তত ৬ জন আহত হয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছেন। এনসিপির দাবি, মাহবুব আলম মেয়র আতিকের ঘনিষ্ঠ হয়ে ডিএনসিসিতে তদবির, টেন্ডার বাণিজ্য ও চাঁদাবাজিতে যুক্ত। মোহাম্মদপুর থানার ওসি জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে।
মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা চাঁদাবাজির প্রতিবাদ করতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।