Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করা এবং দেশটিকে বিভক্ত করার পশ্চিমা দেশগুলোর সব প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বুধবার আন্তঃজাতিগত সম্পর্কবিষয়ক কাউন্সিলের এক বৈঠকে তিনি বলেন, রাশিয়ার বাইরে তথাকথিত আন্তর্জাতিক সংস্থা ও ছদ্মবেশী জাতীয় কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যা আসলে রাশিয়ার বিরুদ্ধে তথ্যযুদ্ধের অস্ত্র হিসেবে কাজ করছে। এই কেন্দ্রগুলো ‘রাশিয়ার উপনিবেশমুক্তকরণ’ নামে যে ধারণা ছড়াচ্ছে, তা মূলত রুশ ফেডারেশনকে টুকরো টুকরো করা এবং দেশটিকে তথাকথিত ‘কৌশলগত পরাজয়’-এর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা।

পুতিন বলেন, এসব গোষ্ঠী ‘পোস্ট-রাশিয়া’ নামের এক কল্পিত ধারণা প্রচার করছে—যেখানে রাশিয়াকে বিভক্ত ও সার্বভৌমত্বহীন ভূখণ্ড হিসেবে দেখানো হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, রুশ নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করার যেকোনো উস্কানি অবিলম্বে বন্ধ করতে হবে। তার অভিযোগ, এসব কার্যক্রম বিদেশি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয়।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, প্রতিপক্ষরা সামাজিক ও অভিবাসন ইস্যুসহ নিত্যদিনের ঘটনাকেও ব্যবহার করে রাশিয়ার সমাজে উত্তেজনা সৃষ্টি করছে, এমনকি সন্ত্রাসী কৌশল অবলম্বনকারী গোষ্ঠীগুলোকেও কাজে লাগাচ্ছে। শতাব্দীর পর শতাব্দী ধরে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে দুর্বল করার চেষ্টা চালালেও প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। তিনি ২০২৬ সালকে ‘রাশিয়ার জনগণের ঐক্যের বছর’ হিসেবে ঘোষণা করার প্রস্তাবেরও সমর্থন জানান।

06 Nov 25 1NOJOR.COM

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ‍পুতিন। ফাইল ছবি

Person of Interest

logo
No data found yet!