বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস তাঁকে বাংলাদেশের রাজনীতির এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেন এবং শোকের সময়ে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, খালেদা জিয়া গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রেখেছেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে। তিনি জাতির পক্ষ থেকে খালেদা জিয়ার পরিবার, সহকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধান উপদেষ্টা জানাজার দিন একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেন এবং শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা