শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী মাসে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কোকোর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমানও দেশে ফিরতে পারেন। মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বিএনপি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। তার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে।
আগামী মাসে দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা