এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, নিয়ম পরিবর্তন করে আগামী মাসে নির্বাচন দিলেও আপত্তি নেই। তবে, যেই সংবিধানের দোহাই দিয়ে বিগত সময়ে দিনের ভোট রাতে নেয়া হয়েছে, সেই সংবিধানে নির্বাচন হতে পারে না। দেবীদ্বারের মোহাম্মদপুরে এক উঠান বৈঠকে তিনি বলেন, শেখ হাসিনার আমলের নির্বাচনে বেশিরভাগ মানুষ ভোট দিতে পারেনি। আর যারা পেরেছে; তারা পুরো ব্যালট পেপারেই সিল মারতে পেরেছে। এমনকি মৃত মানুষকেও দেখানো হয়েছে ভোটারের তালিকায়। আরো বলেন, এই ভোট কারচুপিতে প্রশাসনের অসাধু কর্মকর্তাদেরও সহায়তা ছিল। এরকম নির্বাচন মানুষ আর দেখতে চায় না।
নিয়ম পরিবর্তন করে আগামী মাসে নির্বাচন দিলেও আপত্তি নেই। তবে, যেই সংবিধানের দোহাই দিয়ে বিগত সময়ে দিনের ভোট রাতে নেয়া হয়েছে, সেই সংবিধানে নির্বাচন হতে পারে না: হাসনাত