প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, গত ২৬ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দীনের বৈঠকটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক। এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না। তিনি বলেছেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকার কাজ করে চলেছে। আরো বলেন, ইতোমধ্যেই নির্বাচন কমিশনের মৌলিক সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রতিটি বড় বড় মন্ত্রণালয়ে সংস্কার করা হয়েছে এবং মন্ত্রণালয়গুলিতে স্বচ্ছতা এসেছে। এছাড়া রাজনৈতিক, ইলেক্ট্রল, বিচার বিভাগ, পুলিশসহ অন্যান্য প্রশাসনিক পর্যায়ের সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে। এছাড়া সরকারের বিভিন্ন অগ্রগতি তুলে ধরে দুর্নীতি ও অনিয়ম রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া সম্পদের বিবরণী দুদক খতিয়ে দেখছে বলেও জানান।
গত ২৬ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দীনের বৈঠকটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক। এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না: প্রেস সচিব