আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এ বছরও বাংলাদেশের প্রকাশকরা অংশ নিতে পারছেন না, ফলে টানা দ্বিতীয়বারের মতো মেলায় বাংলাদেশের প্যাভেলিয়ন থাকছে না। আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড জানিয়েছে, বাংলাদেশ অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলেও তারা অনুমতি দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত ছাড়া বাংলাদেশকে অংশগ্রহণের ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসও নিশ্চিত করেছে যে অংশগ্রহণের আগ্রহ জানানো হয়েছিল। তবে চ্যাটার্জি জানান, মেলায় অন্য কোনো স্টলে কেউ চাইলে বাংলাদেশের বই রাখতে পারবেন।
এবারের মেলায় বাজেট বরাদ্দ না থাকায় যুক্তরাষ্ট্রও অংশ নিচ্ছে না। প্রথমবারের মতো ইউক্রেন অংশ নেবে এবং ১৫ বছর পর চীনের প্যাভেলিয়ন ফিরছে। আর্জেন্টিনা এবারের থিম দেশ, মোট ২১টি দেশ ও এক হাজারের বেশি প্রকাশক অংশ নিচ্ছেন।
ভারতের অনুমোদন না পাওয়ায় ২০২৬ কলকাতা বইমেলায় অংশ নিতে পারছে না বাংলাদেশ