জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খানের ব্যবহৃত ব্যক্তিগত সাদা রঙের গাড়ি ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কি না সে বিষয়ে অনুসন্ধান করতে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। দুদক চেয়ারম্যানের কাছে গত ২৮ আগস্ট করা আবেদনে নাদিম মাহমুদ ও ইয়াছিন আলফাজ আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে অনুসন্ধান শুরুর অনুরোধ করেছেন। এর আগে ২৪ আগস্ট মো. নাজমুল করিম খানকে নিয়ে ‘পুলিশ কমিশনার থাকেন ঢাকায়, রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে’ শীর্ষক খবর প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। যেখানে উল্লেখ করা হয়, গাজীপুরের পুলিশ কমিশনারের প্রটোকলের জন্য উড়ালসড়ক ফাঁকা রাখতে হয়। ফলে যাত্রীরা পড়েন ভোগান্তিতে। এ নিয়ে তাকে শোকজ করা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।