বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করেছে ডিবি। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয়েছে, নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে। সেখানে করা হবে জিজ্ঞাসাবাদ। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এর ধারাবাহিকতায় আজ বিকেলে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আর রাতে খবর এলো তার আটকের!