Web Analytics

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সোমবার উত্তরায় ‘হারিয়ে যাওয়া কনাই নদী উদ্ধার উদযাপন অনুষ্ঠান’ আয়োজন করে রাজধানীর হারিয়ে যাওয়া নদী পুনরুদ্ধারের সাফল্য উদযাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা। ডিএনসিসি জানায়, ফিল্ড স্টাডি, উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ৯ কিলোমিটার দীর্ঘ নৌচলাচল উপযোগী নদীপথে আবারও প্রবাহ ফিরিয়ে আনা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা এই উদ্যোগকে ঢাকার জলপথ পুনরুদ্ধারের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যেখানে আগে হাঁটা যেত, সেখানে এখন নৌকা চলছে। পরিবেশকর্মীরা নদী রক্ষায় স্থানীয়দের অংশগ্রহণ ও নদীর পাড়ে গাছ লাগানোর আহ্বান জানান। বাপার সাধারণ সম্পাদক বলেন, ঢাকার চারপাশের নদীগুলো পরিকল্পিতভাবে উদ্ধার করা গেলে তা পর্যটনের জন্য আকর্ষণীয় এলাকা হতে পারে।

ডিএনসিসির তথ্য অনুযায়ী, আব্দুল্লাহপুর বেড়িবাঁধ থেকে বাউনিয়া খাল পর্যন্ত ৩.১৮ কিলোমিটার খনন করে মোট ৯ কিলোমিটার নদীপথ পুনরুদ্ধার করা হয়েছে, যা স্থানীয়ভাবে খিদির খাল নামে পরিচিত এবং তুরাগ নদীতে মিলিত হয়েছে।

29 Dec 25 1NOJOR.COM

ডিএনসিসি ঢাকায় হারানো কনাই নদী পুনরুদ্ধার করে ৯ কিলোমিটার নৌপথ ফিরিয়ে আনল

Person of Interest

logo
No data found yet!