সাভার উপজেলা প্রশাসন ‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’ প্রতিপাদ্যে একদিনে এক লাখ বনজ, ফলজ ও ওষধি বৃক্ষরোপণের ঐতিহাসিক কর্মসূচি হাতে নিয়েছে। এ উদ্যোগে পরিবেশ উপদেষ্টা, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উপস্থিত থাকবেন। সাভারের দূষণ, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১২টি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও ব্যক্তিগত জমিতে গাছ রোপণ করা হবে এবং ভ্রাম্যমাণ পরিবেশ টিম পরিচর্যা ও সচেতনায় কাজ করবে। অবৈধ ইটভাটা ও দূষণকারী কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও দীর্ঘমেয়াদি পরিবেশ পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সাভার উপজেলা প্রশাসন ‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’ প্রতিপাদ্যে একদিনে এক লাখ বনজ, ফলজ ও ওষধি বৃক্ষরোপণের ঐতিহাসিক কর্মসূচি হাতে নিয়েছে।