ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দলের নারী প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা জানিয়েছেন, এলাকাবাসীর কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পাচ্ছেন। ফরিদপুর-২ আসনে বিএনপির শামা ওবায়েদ, ঢাকা-২০ (ধামরাই) আসনে এনসিপির ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এবং চট্টগ্রাম-১০ ও ১১ আসনে বাসদ (মার্কসবাদী) প্রার্থী দীপা মজুমদার ও আসমা আক্তার প্রচারণায় সক্রিয় রয়েছেন।
শামা ওবায়েদ তার বাবার গণতান্ত্রিক আদর্শ অনুসরণ করে ফরিদপুরকে মডেল জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য ব্যক্ত করেছেন। নাবিলা তাসনিদ তরুণদের কর্মসংস্থান, কারিগরি শিক্ষা, আইটি অবকাঠামো ও কৃষি আধুনিকায়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। দীপা মজুমদার ও আসমা আক্তার চট্টগ্রামে নারীদের ভোটাধিকার ও শিক্ষার বিষয়ে প্রচারণা চালাচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, নারী প্রার্থীদের প্রতি মানুষের ইতিবাচক সাড়া এবং অংশগ্রহণ আসন্ন জাতীয় নির্বাচনে নারীর নেতৃত্বের প্রতি জনগণের আগ্রহ বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারী প্রার্থীদের প্রচারে জনগণের উচ্ছ্বসিত সাড়া