Web Analytics

ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী এলাকায় চলমান বিক্ষোভের সময় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার ফারস নিউজ জানিয়েছে। তেহরানের পশ্চিমে মালার্ড কাউন্টিতে কর্মরত ওই কর্মকর্তা শাহিন দেহঘান বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় ছুরিকাঘাতে নিহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকারীদের শনাক্তের প্রচেষ্টা চলছে। দেশজুড়ে চলমান বিক্ষোভের এটি ছিল দ্বাদশ দিন।

বিক্ষোভ শুরু হয় ২৮ ডিসেম্বর, যখন তেহরানের ব্যবসায়ীরা ইরানি মুদ্রার তীব্র পতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। এই আন্দোলন দ্রুত অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। এএফপি’র তথ্য অনুযায়ী, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৫টিতে বিক্ষোভ ছড়িয়েছে এবং সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কয়েকজনসহ ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

দেশটির বিভিন্ন অঞ্চলে অস্থিরতা অব্যাহত থাকায় নিহত কর্মকর্তার হত্যাকারীদের শনাক্তে তদন্ত চলছে।

08 Jan 26 1NOJOR.COM

তেহরানের কাছে বিক্ষোভে পুলিশ কর্মকর্তা নিহত, দেশজুড়ে অস্থিরতা ছড়াচ্ছে

Person of Interest

logo
No data found yet!