Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে ভদ্রতা, সহনশীলতা ও সুস্থ ধারার ছাত্ররাজনীতির ওপর গুরুত্ব দিয়ে কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, ভিন্ন মতাদর্শের সংগঠনের বিতর্কিত কর্মকাণ্ড এতদিন ধৈর্যের সঙ্গে সহ্য করা হয়েছে, তবে কেউ সীমা অতিক্রম করলে তার পরিণাম ভয়াবহ হবে। হিমেল হুঁশিয়ারি দেন, সীমা ছাড়ালে সংশ্লিষ্টরা ঢাকায় কোথাও থাকতে পারবেন না—না ক্যাম্পাসে, না বাসায়।

পোস্টে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত একটি আবেগের জায়গা হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার পরিবেশ রক্ষায় তারা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে আসছেন। এর আগে জবি শিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল অভিযোগ করেন, শাকসু নির্বাচন বন্ধ রেখে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সিলেট সমাবেশ আয়োজন করা হচ্ছে এবং তিনি ওই সমাবেশ বন্ধের দাবিতে অবরোধের ডাক দেন। এ বক্তব্যে ছাত্রদলের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।

হিমেল আরও বলেন, ছাত্রলীগের ছত্রছায়ায় থাকা কোনো সংগঠন যদি উল্টোপাল্টা বক্তব্য দেওয়া বন্ধ না করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। তার এই বক্তব্যে ক্যাম্পাস রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

21 Jan 26 1NOJOR.COM

জবি ছাত্রদল আহ্বায়কের সতর্কবার্তা, সীমা ছাড়ালে কঠোর পরিণাম

Person of Interest

logo
No data found yet!