দিবসের ইতিহাস স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস। ভাগ্যের কি নির্মম পরিহাস, বিশ্বাস ঘাতকতার এই কালো দিন ২৩ জুন জন্ম নিয়েছিল আওয়ামী লীগ। মীর জাফর যেভাবে স্বাধীন বাংলা তুলে দিয়েছিল ইংরেজদের হাতে, শেখ হাসিনা তেমনই প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে বানিয়েছিল ভারতের করদ রাজ্য। রাশেদ পলাশী থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে কেউ মীর জাফর কিংবা শেখ হাসিনা হতে চাইলে তাঁকে প্রতিহত করতে হবে। আর কোন বিদেশি প্রভুর কাছে মীর জাফর ও শেখ হাসিনার মত দেশকে বিকিয়ে দেওয়া যাবে না। তিনি প্রশ্ন করেন, যারা গণঅভ্যুত্থানের পরও ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে না, এদের সাথে মীর জাফরের পার্থক্য কোথায়!
২৩ জুন পলাশী দিবসের ইতিহাস স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস। ভাগ্যের কি নির্মম পরিহাস, বিশ্বাসঘাতকতার এই কালো দিন ২৩ জুন জন্ম নিয়েছিল আওয়ামী লীগ: রাশেদ প্রধান