ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে টেলিযোগাযোগ খাতে ৩৪০০-এর বেশি লাইসেন্স দিয়ে অতিরিক্ত লেয়ার তৈরি করে টোল আদায়ের সংস্কৃতি চালু করেছিল, যা ইকোসিস্টেমে আস্থার সংকট সৃষ্টি করেছে। তৈয়্যব বলেন, নিজ নিজ স্বার্থ ছাড় দেওয়ার বিষয় নিয়ে নিজেদের (লাইসেন্সধারীদের) মধ্যে আলোচনা করতে হবে। নিজেদের মধ্যে সমঝোতা না থাকলে সরকার সবচেয়ে ভালো নীতিমালা দিলেও তা কার্যকর হবে না। তিনি বলেন, ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগের বিপরীতে মাত্র ৫০০ কোটি টাকায় নতুন প্রবেশকে প্রতিযোগিতার জন্য সহায়ক বলা যাবে না।
আওয়ামী লীগ সরকার অতিরিক্ত লাইসেন্স দিয়ে টেলিযোগাযোগ খাতকে অপব্যবহার করেছে, আস্থা সংকট তৈরি হয়েছে: তৈয়্যব