যৌথ বাহিনী জানায়, বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলায় কেএনএফ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বম জনগোষ্ঠীর ৮৯টি পরিবারের তিন শতাধিকের মত লোকজন তাদের গ্রামে ফিরে এসেছে। তারা কেএনএফের অত্যাচারে ভারতের মিজোরাম সহ অন্যত্রে আশ্রয় নিয়েছিল। কেএনএফের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়া রোয়াললিং বম ও লালপেক লিয়ান বম দুজন কেএনএফ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীদের নিরাপত্তা বাহিনী ও প্রশাসন থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত বম জনগোষ্ঠীদের সেনাবাহিনী ২০ লাখ টাকা অনুদান দিয়েছে।
বান্দরবানে অস্থিরতা কাটিয়ে পাহাড়ে দুর্গম এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। কেএনএফের অত্যাচারে মিজোরাম সহ অন্যত্রে আশ্রয় নেওয়া বম জনগোষ্ঠীর অনেকেই গ্রামের বাসাবাড়িতে ফিরে এসেছে।