রংপুরের তারাগঞ্জে দুই ইরানি নাগরিককে মারপিট করে মোবাইল ও বিদেশি মুদ্রা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে বিদেশি নাগরিক ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে সেনা টহল দল। ইরানি দম্পতি সেনাবাহিনীকে জানান, তারা রোববার ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছেন। পরে তারা বিদেশি হওয়ায় ভাড়াগাড়িতে গুগল ম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করায় ভুল রাস্তায় ঢুকে তারাগঞ্জ চলে আসেন। এরপর তাদের হাতে বিদেশি টাকা থাকায় তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান; কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল, একটি হাত ঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
রংপুরের তারাগঞ্জে দুই ইরানি নাগরিককে মারপিট করে মোবাইল ও বিদেশি মুদ্রা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, পরে ওই বিদেশি নাগরিক ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনী। জড়িত চারজনকেও আটক করেছে সেনাবাহিনী!