পিরোজপুরের নাজিরপুরে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক আল আমিন খান এবং স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদার। এক প্রতিনিধি সমাবেশে তাদের সঙ্গে আরও ৪০ থেকে ৫০ জন ব্যক্তি জামায়াতে যোগদান করেন। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা মাসুদ সাঈদী। বক্তব্যে ইস্রাফিল হাওলাদার বলেন, আমি একজন মুসলমান, সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই, দেশে ইসলাম কায়েম হোক। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামিক আদর্শে আদর্শিত নয়, তাই দল থেকে বের হয়ে আমি জামায়াতে ইসলামীতে যোগদান করলাম এবং সারাজীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই।
নাজিরপুরে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আল আমিন খান এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদার।