গাজীপুরের মৌচাক ইউনিয়নের ভান্নারা কালের ভিটা এলাকায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রোববার রাতে নাজমুল নামে এক যুবককে গ্রেফতার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ। মামলার অভিযোগে জানা গেছে, উপজেলার ভান্নারা কালের ভিটা এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে ভিকটিমের বাবা কসাইর ব্যবসা করেন। ওই বাড়িওয়ালার মেয়ের জামাই অভিযুক্ত নাজমুল। সে ওই বাসায় সপরিবারে থাকে। ৫ জুলাই নাজমুল বাড়িতে শিশুটিকে একা পেয়ে তার ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। রাত ৯টার দিকে শিশুটি মা-বাবাকে ঘটনা বলার পর তারা বিষয়টি পুলিশকে জানিয়ে মামলা করেন।
গাজীপুরের মৌচাক ইউনিয়নের ভান্নারা কালের ভিটা এলাকায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রোববার রাতে নাজমুল নামে এক যুবককে গ্রেফতার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ।