ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নের আগে সরকারের সঙ্গে আলোচনার দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ মানববন্ধন করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। সংগঠনটির নেতারা বলেন, দেশের মোবাইল বাজারের ৭০ শতাংশের বেশি অংশীদার ব্যবসায়ীদের মতামত ছাড়াই এনইআইআর চালুর সিদ্ধান্ত বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং প্রায় ২৫ হাজার ব্যবসা প্রতিষ্ঠান ও ২০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে ফেলেছে। তারা সতর্ক করেন, বর্তমান কাঠামো অপরিবর্তিত থাকলে বাজারে একচেটিয়া ব্যবসা গড়ে উঠবে, স্মার্টফোনের দাম বাড়বে এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। এমবিসিবি প্রস্তাব দিয়েছে— প্রস্তুতকারকের সঙ্গে বাধ্যতামূলক চুক্তি বাতিল, বিল অব এন্ট্রি জমা দিলেই স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশন, ৫৭ শতাংশ শুল্ক হ্রাস, এবং একাধিক মন্ত্রণালয়ের অংশগ্রহণে এনইআইআর পরিচালনা। তারা হুঁশিয়ারি দেন, ১৬ ডিসেম্বরের আগে আলোচনা না হলে সারা দেশের ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে নামবেন।
এনইআইআর চালুর আগে আলোচনার দাবি মোবাইল ব্যবসায়ীদের, একতরফা নীতিতে আন্দোলনের হুঁশিয়ারি