ইসরায়েলের ১৪ মন্ত্রী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অবিলম্বে অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন। তারা যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ায় এটিকে দখলের “উপযুক্ত সময়” হিসেবে দেখছেন। তারা সতর্ক করেছেন, পশ্চিম তীরে কিছু অংশকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য “চরম হুমকি” হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরকে ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ বলে দাবি করে আসছে এবং দখল নিলে দুই-রাষ্ট্র সমাধান ভেঙে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে।