জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল যেমন নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন, তেমনি সুযোগ পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবেন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে তিনি বলেন, জামায়াত ইনসাফভিত্তিক সমাজ গড়তে চায় এবং ইসলাম ও দেশপ্রেমিকদের নিয়ে কাজ করবে। তিনি দাবি করেন, জামায়াতের কোনো নেতা বিদেশে দুর্নীতির অর্থ পাচার করেননি এবং গত ৫৪ বছরে কাউকে অবিচার করেনি দলটি। গত ১৫ বছরে দেশে বিচার ব্যবস্থায় প্রহসন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে: ডা. শফিকুর