জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, এখনও প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়নি এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সভার শুরুতে তিনি বলেন, অনেক বিষয়ের প্রাথমিক আলোচনা হলেও পরে তা আর তোলা হয়নি, কারণ দলগুলোকে নিজের মতো করে ভাবার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা যে পরিস্থিতি পেরিয়ে এসেছি, তা যেন আমাদের প্রেরণা হয়ে কাজ করে। আলোচনার মাধ্যমে একমত হতে পারলে তা হবে ইতিবাচক এবং এই সুযোগ হেলায় হারানো যাবে না।
২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সেগুলো নিয়ে আলোচনা করতে হবে: আলী রীয়াজ