উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, মাইক্রো ইকোনোমিক্স, সামাজিক ব্যবসা এবং সমস্যার সমাধানভিত্তিক ব্যবসার ধারণাগুলোর জন্ম হয়েছে চট্টগ্রামের মাটি থেকে। এখান থেকেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ ধারণাটি বিশ্বজয় করে। উপদেষ্টা বলেন, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় যেখানে জামানত, সম্পদ ও প্রতিশ্রুতি মুখ্য, সেখানে ট্রাস্ট-বেইজড ব্যাংকিং মানুষের বিশ্বাসকে মূলধন হিসেবে বিবেচনা করে। চট্টগ্রাম কলেজের অলিম্পিয়াডে তিনি বলেন, অলিম্পিয়াড তরুণদের শুধু মেধা যাচাইয়ের ক্ষেত্র নয়, বরং অর্থনৈতিক নেতৃত্ব, নীতিনির্ধারণ, বাজেট বিশ্লেষণ এবং টেকসই উন্নয়নের জ্ঞান অর্জনের এক উৎকর্ষ মঞ্চ।
মাইক্রো ইকোনোমিক্স, সামাজিক ব্যবসা এবং সমস্যার সমাধানভিত্তিক ব্যবসার ধারণাগুলোর জন্ম হয়েছে চট্টগ্রামের মাটি থেকে। এখান থেকেই ড. ইউনূসের নেতৃত্বে সামাজিক ব্যবসার ধারণাটি বিশ্বজয় করে: ফারুক ই আজম