চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূ শিউলি বেগম (৪২) মারা গেছেন। বুধবার গভীর রাতে ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত রোববার রাত ৮টার দিকে চাঁদপুর শহরের চৌধুরীপাড়ায় নিজ বাসভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিনি দগ্ধ হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্বামী চাঁদপুর পৌরসভার সহকারী কর আদায়কারী এনায়েত উল্লা বেপারী ও মেয়ে পিংকিও আহত হন।
দগ্ধ অবস্থায় শিউলিকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে মৈশাদী বায়তুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সংবাদে বিস্ফোরণের কারণ বা তদন্ত সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু, স্বামী-মেয়ে আহত