Web Analytics

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিবিসিকে বলেছেন, যুক্তরাজ্যে পাচার হওয়া দেশের অর্থ উদ্ধার করতে অন্তর্বর্তী সরকার ব্রিটিশ আইনজীবী নিয়োগ করেছে। ব্রিটিশ সরকার এ প্রয়াসে ‘অত্যন্ত সহায়ক’ ভূমিকা পালন করছে। বিবিসি লিখেছে, বাংলাদেশি কর্তৃপক্ষের ধারণা, হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রায় ২৩৪ বিলিয়ন ডলার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। এসব অর্থের বেশিরভাগই যুক্তরাজ্যে লুকিয়ে রাখা হয়েছে অথবা খরচ করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করার ব্যবস্থা করতে পারেননি। যিনি টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ বন্ধু! প্রধান উপদেষ্টা বৈঠক না হওয়া প্রসঙ্গে বলেন, কোনো ব্যাখ্যা পাইনি, হয়তো তিনি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন!

Card image

Person of Interest

logo
No data found yet!