বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ প্রিপেইড মিটারের ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া সংক্রান্ত নীতিমালা স্পষ্ট করেছে। ২৬ নভেম্বর প্রকাশিত বার্তায় জানানো হয়, প্রতি মাসের প্রথম রিচার্জ থেকেই ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া কেটে নেওয়া হয়, আর কোনো মাসে রিচার্জ না হলে পরবর্তী রিচার্জের সময় তা সমন্বয় করা হয়। প্রিপেইড ও পোস্টপেইড মিটারের বিদ্যুৎ ব্যবহার ও খরচ সমান হলেও প্রিপেইড গ্রাহকরা ০.৫ শতাংশ রিবেট পান এবং নিরাপত্তা জামানত দিতে হয় না। আবাসিক গ্রাহকদের জন্য প্রতি কিলোওয়াটে মাসিক ৪২ টাকা হারে ডিমান্ড চার্জ ও ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। বিতরণ সংস্থার সরবরাহকৃত মিটারের জন্য সিঙ্গেল ফেজে ৪০ টাকা ও থ্রি ফেজে ২৫০ টাকা ভাড়া নেওয়া হয়। গ্রাহকরা বিকাশ, নগদ, কার্ড বা ভেন্ডিং স্টেশনের মাধ্যমে রিচার্জ করতে পারেন এবং ব্যালেন্স শেষ হলেও নির্দিষ্ট সময় পর্যন্ত জরুরি ক্রেডিট সুবিধা পান। যান্ত্রিক ত্রুটিতে নষ্ট মিটার বিনামূল্যে বদলে দেওয়া হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।