দেশের তিন সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ। বৃহস্পতিবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী তানাক্কাপাড়া দিয়ে ১৩ জন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত দিয়ে ১১ জন ও সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করা হয়েছে। সবাইকে আটক করা হয়েছে। এরমধ্যে যারা বাংলাদেশী হিসেবে চিহ্নিত হয়েছে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। জানা গেছে, খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৪৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।