Web Analytics

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ চলাকালে ইসলামী ঐক্যজোটের মুফতি আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলকে সভা কক্ষ থেকে বের করে দেওয়া হয়। একই দলের অপর অংশের আপত্তিতে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এই নির্দেশ দেন। রবিবার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপের শুরুতেই এই ঘটনা ঘটে। মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বাধীন অপর অংশ অভিযোগ করে যে আমিনীর দল অতীতের একতরফা নির্বাচনে অংশ নিয়ে ফ্যাসিবাদী সরকারের সহযোগী ছিল। ইসি উভয় পক্ষকে আমন্ত্রণপত্র প্রদর্শনের অনুরোধ করলে রাজির দল তা দেখায়, কিন্তু আমিনীর দল হার্ডকপি দেখাতে ব্যর্থ হয়। ফলে ইসি তাদের সভা কক্ষ ত্যাগের নির্দেশ দেয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

16 Nov 25 1NOJOR.COM

অভ্যন্তরীণ বিরোধে সংলাপ থেকে ইসলামী ঐক্যজোটের একাংশকে সরিয়ে দেয় ইসি

Person of Interest

logo
No data found yet!