রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রদিওন মিরোশনিক জানিয়েছেন, ২০১৪ সালে সংঘাত শুরুর পর থেকে ইউক্রেনের হামলায় ৪১ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নিহতদের সংখ্যা প্রায় ১৩ হাজার, আহত ২৮ হাজারের মতো। নিহতদের মধ্যে ২৩৭ শিশু এবং আহতদের মধ্যে ১ হাজার ৯১ শিশু রয়েছে। এসব হতাহতের ঘটনা রুশ ভূখণ্ড ও দনবাস অঞ্চলে ঘটেছে, যেখানে ইউক্রেনীয় বাহিনী নিয়মিত গোলাবর্ষণ চালিয়ে আসছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের মায়ামিতে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের মধ্যে শান্তি আলোচনা চলছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফার খসড়া শান্তি পরিকল্পনা। ইউক্রেনীয় দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাস্টেম উমেরভ ও সেনাপ্রধান জেনারেল আন্দ্রি হ্নাতভ। মার্কিন পক্ষ থেকে অংশ নিচ্ছেন বিশেষ দূত স্টিভেন উইটকফ ও ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার।
আলোচনায় সীমান্ত ও ভূখণ্ডসংক্রান্ত সমঝোতা এখনও আলোচনায় রয়েছে বলে সূত্র জানিয়েছে।
রাশিয়ার দাবি, ইউক্রেনের হামলায় ৪১ হাজার হতাহত; যুক্তরাষ্ট্রে শান্তি আলোচনায় ট্রাম্প পরিকল্পনা