বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখা তাদের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহসানকে দলের সব ধরনের দায়িত্ব থেকে বহিষ্কার করেছে এবং তার সদস্যপদ (রুকন) স্থগিত করেছে। সোমবার জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তাকে নির্বাচনের সব দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনে জামায়াতের প্রার্থী সুলতান আহমেদের পক্ষে পাথরঘাটার কাটাখালীতে এক নির্বাচনি সভায় শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, শামীম আহসানের মন্তব্য ছিল অশোভন ও অনাকাঙ্ক্ষিত। এ কারণে জেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্যে বরগুনার জামায়াত নেতা বহিষ্কৃত