ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে গাজা উপত্যকার মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনিদের উৎখাতের কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না এবং এ বিষয়ে সৌদি আরবের অবস্থান আপসহীন। তারা আরও জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না, এ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট।