Web Analytics

প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, নিরাপত্তা বাহিনী সালাহউদ্দিন আহমেদকে অপহরণ করে ও গুম করে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার কয়েক সপ্তাহ আগেই তিনি বিএনপির মুখপাত্র হিসেবে গোপন একটি জায়গা থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সময় আওয়ামী লীগ সরকার ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছিল, খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে গৃহবন্দি করে রাখা হয়েছিল। শফিকুল জানান, তিনি ঐ সময় কৌশলে খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়েছিলেন। প্রেস সচিব লেখেন, সেই সময় প্রতিদিন আমরা সালাহউদ্দিন আহমেদের বিবৃতি পেতাম। তার বিবৃতিগুলো আমাদের প্রতিবেদনে জোরালোভাবে ব্যবহার করতাম, কারণ সেই বিবৃতির লেখাগুলো ছিল প্রচন্ড শক্তিশালী, নিখুঁত ও ক্ষুরধার ছিল। আমি সব সময়ই মনে করতাম রুহুল কবির রিজভী দেশের অন্যতম আবেগী রাজনৈতিক কর্মী। কিন্তু তার লেখা বিবৃতিগুলো ছিল জটিল ও দুর্বোধ্য। সেখান থেকে শক্তিশালী কোনো উদ্ধৃতি বের করা কঠিন হতো। আরো বলেন, আমরা জানতে পারি, শেখ হাসিনা এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েন যে, তিনি সালাহউদ্দিন আহমেদকে ধরতে অভিযান চালানোর নির্দেশ দেন। এই সময় প্রেস সচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদের বলিষ্ঠ আন্দোলনের প্রশংসা করেন।

25 May 25 1NOJOR.COM

শেখ হাসিনা এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েন, তিনি সালাহউদ্দিন আহমেদকে ধরতে অভিযান চালানোর নির্দেশ দেন, তারপর সালাহউদ্দিন গুমের শিকার হন: প্রেস সচিব

Person of Interest

logo
No data found yet!