বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানের মুক্তির দাবি জানান। রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই অবরোধে শাহবাগ এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ও মাহদীর মুক্তির দাবিতে স্লোগান দেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত সোয়া ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সন্ধ্যায় সংগঠনটি মাহদীর নিঃশর্ত মুক্তির জন্য এক ঘণ্টার আলটিমেটাম দেয়। নির্ধারিত সময়ের মধ্যে তাকে মুক্তি না দেওয়ায় মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। সন্ধ্যা সাতটার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে ডিবি পুলিশ মাহদীকে হেফাজতে নেয়। সম্প্রতি পুলিশের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় তিনি আলোচনায় আসেন।
মাহদীর আটকের পর হবিগঞ্জ সদর থানার সামনেও সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে এবং থানার প্রধান ফটক বন্ধ করে দেয়।
ছাত্রনেতা মাহদীর মুক্তির দাবিতে শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবরোধ