বিএনপি নেতা ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, কর্তৃত্ববাদিতার ভয় দেখান এবং নিজেদের নিরঙ্কুশ ভাবেন; মনে রাখবেন নিরঙ্কুশ শুধু মহান রাব্বুল আল আমিন। আর এই দেশে নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে। কাজেই কোনোভাবেই জনগণের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না। তিনি বলেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা এসেছে, সেই নির্বাচনকে প্রতিহত করার ষড়যন্ত্র বা চেষ্টা দেশ-বিদেশ থেকে হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সেই ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত করে তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিবে ইনশাআল্লাহ। আরও বলেন, বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। জাহিদ বলেন, আপনারা বিএনপি করে গর্ব করবেন। কারণ বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার দল। বিএনপি বাঙালি জাতীর দেশপ্রেমিকের দল, মুক্তিযোদ্ধাদের দল। বিএনপি জনগণের পাশে থাকার দল। তিনি বলেন, আরেকটি দল ছিল তারা পলিয়ে গেছে। তাদের অতীত হচ্ছে আত্মসমর্পণের, দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়ার, জনগণের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া এবং এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা।
আপনারা বিএনপি করে গর্ব করবেন। কারণ বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার দল। বিএনপি বাঙালি জাতীর দেশপ্রেমিকের দল, মুক্তিযোদ্ধাদের দল: জাহিদ