চট্টগ্রামে তিন সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে জুলাই গণ-অভ্যুত্থানের নেতা খান তালাত মাহমুদ রাফি বলেছেন, আওয়ামী লীগ আমলে থানায় নিয়োগপ্রাপ্ত সব ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে। পটিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে ঘটনার প্রেক্ষিতে আয়োজিত এ সম্মেলনে পুলিশ বাহিনীর সংস্কার দাবি করা হয়। এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্রসংসদ চার দফা দাবি তুলে ধরে আন্দোলনের ঘোষণা দেয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ওসি নাজমুন নুরকে স্থায়ীভাবে বরখাস্ত ও বিচার, চট্টগ্রামের এসপিকে অপসারণ, পুলিশ বাহিনীতে সংস্কার এবং আওয়ামী লীগপন্থী কাউকে থানায় পাওয়া গেলে শর্তহীন গ্রেপ্তারের দাবি।
আওয়ামী আমলের সব ওসিকে বরখাস্ত ও বিচারের দাবি জানালেন খান তালাত মাহমুদ রাফি