Web Analytics

খুলনায় ডিবি পুলিশের অভিযানে যে স্থাপনাকে প্রথমে অবৈধ অস্ত্র তৈরির কারখানা হিসেবে দাবি করা হয়েছিল, তদন্তে জানা গেছে সেটি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) প্রশিক্ষণে ব্যবহারের জন্য ডামি অস্ত্র তৈরির স্থান। শনিবার সন্ধ্যায় অভিযানে ডিবি পুলিশ বিভিন্ন অস্ত্রসদৃশ যন্ত্রাংশ ও ছাঁচ উদ্ধার করে এবং চারজনকে আটক করে।

রবিবার খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি তৈমুর ইসলাম জানান, বিস্তারিত যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে উদ্ধারকৃত সরঞ্জামগুলো অবৈধ নয়। বিএনসিসি কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমতিপত্র উপস্থাপন করলে পুলিশ কমিশনার ও ডিসি (ডিবি)-এর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়। উদ্ধারকৃত ট্রিগার, কাঠের বাঁট ও অন্যান্য অংশ আসল অস্ত্র নয়, বরং প্রশিক্ষণ উপকরণ।

পুলিশ জানিয়েছে, ভুল বোঝাবুঝি দূর হওয়ার পর আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হচ্ছে এবং বিষয়টি এখন নিষ্পত্তি হয়েছে। ঘটনাটি ভবিষ্যতে এমন অভিযানে যাচাই প্রক্রিয়ার গুরুত্বকে সামনে এনেছে।

Card image

Person of Interest

logo
No data found yet!